এখন পর্যন্ত যারা স্মার্ট কার্ড হাতে পাননি বা স্মার্ট কার্ডের নাম্বার জানেন না তারা অনলাইনে পুরাতন আইডি কার্ড দিয়ে স্মার্ট কার্ড নাম্বার দেখতে পারেন।
ভোটার আইডি কার্ডের চেয়ে স্মার্ট কার্ডের সুযোগ-সুবিধা অনেক বেশি। এছাড়া বিভিন্ন কাজে স্মার্ট কার্ডের নাম্বার দরকার হয়। যে কারণে সবার স্মার্ট কার্ডের প্রতি বেশি আগ্রহী।
বর্তমানে আপনি নিজেই মাত্র ২ মিনিটে পুরাতন আইডি কার্ড থেকে স্মার্ট কার্ড নাম্বার দেখতে পারবেন। এজন্য স্মার্ট আইডি কার্ড বের করার নিয়ম জানতে হবে। কিভাবে পুরাতন আইডি কার্ড দিয়ে স্মার্ট কার্ড নাম্বার বের করবেন জানুন আজকের পোস্ট থেকে।
পুরাতন আইডি কার্ড দিয়ে স্মার্ট কার্ড দেখার উপায়
পুরাতন আইডি কার্ড দিয়ে স্মার্ট কার্ড নাম্বার দেখতে https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ এই লিংকে ভিজিট করবেন।
তারপর “জাতীয় পরিচয়পত্র নাম্বার” এর ঘরে ভোটার আইডি কার্ডের নম্বর, “জন্ম তারিখ” এর ঘরে জন্ম তারিখ-মাস-সাল দিয়ে ক্যাপচা পূরণ করবেন। সবশেষে “সাবমিট” বাটনে ক্লিক করলে স্মার্ট কার্ডের নাম্বার দেখা যাবে।
অনলাইনে স্মার্ট কার্ড নাম্বার দেখার উপায়
অনলাইনে স্মার্ট কার্ডের নাম্বার চেক করতে https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ এই লিংকে ভিজিট করুন।
তারপর ১ম ফাঁকা ঘরে জাতীয় পরিচয় পত্রের নম্বর দিন।
২য় ফাঁকা ঘরে DD-MM-YYYY আকারে জন্ম তারিখ দিতে হবে।
উপরে যে ক্যাপচা দেখছেন সেটা নিচের ঘরে ভালোভাবে লিখে “সাবমিট” বাটনে ক্লিক করে দিন।
অতঃপর আপনার স্মার্ট কার্ডের নাম্বার বা স্ট্যাটাস দেখতে পারবেন।
মোবাইলের মাধ্যমে পুরাতন আইডি কার্ড থেকে স্মার্ট কার্ড নাম্বার দেখুন
মোবাইলে এসএমএসের মাধ্যমেও পুরাতন আইডি কার্ড থেকে স্মার্ট নাম্বার দেখা যাবে। এসএমএসের মাধ্যমে স্মার্ট কার্ডের নাম্বার দেখতে প্রথমে-
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SC<space>NID<space>NID Number। যেমনঃ SC NID 12345678987654321 ।
তারপর 105 নাম্বারে মেসেজটি পাঠিয়ে দিন। এরপর ফিরতি এসএমএসের মাধ্যমে আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস জানানো হবে।
আরও দেখুন: ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৪।
স্মার্ট আইডি কার্ড বের করার নিয়ম ২০২৪
বর্তমান সময়ে স্মার্ট কার্ড চেক করা একদম সোজা। এজন্য প্রথমে আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে SC স্পেস NID স্পেস NID NUMBER টাইপ করুন।
তারপর 105 নাম্বারে পাঠিয়ে দিন। অতঃপর কিছু সময় অপেক্ষা করলে ফিরতি মেসেজে আপনার স্মার্ট কার্ড কি অবস্থায় আছে তা জানা যাবে।
শুধু এসএমএস নয় অনলাইনেও স্মার্ট কার্ড চেক করা যায়। এজন্য https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ ওয়েবসাইটে প্রবেশ করবেন।
তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার / ফর্ম নাম্বার এর ঘরে এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখের ঘরে DD-MM-YYYY ফরমেটে জন্ম তারিখ লিখুন।
সবশেষে “সাবমিট” বাটনে ক্লিক করলে স্মার্ট কার্ডের স্ট্যাটাস দেখা যাবে।
স্মার্ট কার্ডের নাম্বার কিভাবে বের করব?
স্মার্ট কার্ডের নাম্বার বের করতে https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ লিংকে ক্লিক করুন।
তারপর আপনার সামনে ৩ টি ফাঁকা ঘর আসবে। আপনার পুরাতন ভোটার আইডি কার্ডের তথ্য দিয়ে এই ফাঁকা ঘর গুলো পূরণ করতে হবে।
১ম ফাঁকা ঘরে পুরাতন ভোটার আইডি কার্ডের নাম্বার এবং ২য় ফাঁকা ঘরে ভোটার আইডি কার্ডে থাকা জন্ম তারিখ, মাস ও সাল দিন।
এরপর ৩য় ঘরে ক্যাপচা নির্ভুলভাবে টাইপ করে “সাবমিট” অপশনে ক্লিক করে দেন।
সবশেষে পুরাতন ভোটার আইডি কার্ড দিয়ে স্মার্ট কার্ড নাম্বার দেখতে পারবেন।
পুরাতন ভোটাররা স্মার্ট কার্ড কিভাবে পাবে?
পুরাতন ভোটারদের স্মার্ট কার্ড পেতে একটু অপেক্ষা করতে হবে। কারণ পুরাতন ভোটারদের স্মার্ট কার্ড পেতে আবারো বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে। এছাড়া স্মার্ট কার্ড ব্যয়বহুল একটি প্রকল্প। তাই পুরাতন ভোটাররা স্মার্ট কার্ড দেরিতে পাবে।
তবে আপনার যদি জরুরিভিত্তিতে স্মার্ট কার্ডের প্রয়োজন হয়। তাহলে উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে বায়োমেট্রিক ও চোখের আইরিশ স্ক্যান করুন।
তারপর আপনার স্মার্ট কার্ডটি যখন তৈরি হয়ে যাবে তখন নির্বাচন কমিশন অফিসে গিয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।
স্মার্ট কার্ড কবে পাবো?
আপনি যদি নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করে থাকেন তাহলে অল্প কয়েক মাসের মধ্যেই স্মার্ট কার্ড হাতে পাবেন। এজন্য আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনে যোগাযোগ করুন।
তবে যারা ইতিপূর্বে ভোটার আইডি কার্ড পেয়েছেন। তাদের ক্ষেত্রে স্মার্ট কার্ড পেতে আরো সময় লাগবে। কিন্তু আপনি ইচ্ছা করলে উপরে দেখানোর নিয়ম অনুসরণ করে স্মার্ট কার্ডের নাম্বার বের করতে পারেন।
স্মার্ট কার্ড কিভাবে পাবো?
নতুন ভোটার অর্থাৎ যাদের ভোটার আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। তারা স্মার্ট কার্ড পেতে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ সিটি কর্পোরেশনে যোগাযোগ করুন।
যখন স্মার্ট কার্ড বিতরণ হয় তখন ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ সিটি কর্পোরেশন থেকে স্মার্ট কার্ড ঠিক সংগ্রহ করতে হবে। এছাড়া স্মার্ট কার্ড হাতে পাবার কোন উপায় নাই।
সারকথা
আজ আমরা পুরাতন আইডি কার্ড দিয়ে স্মার্ট কার্ড নাম্বার দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম। এছাড়া এই পোস্ট সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন