ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন কিন্তু ভোটার আইডি কার্ড হাতে পাননি। তাহলে ভোটার আইডি কার্ড অনলাইন কপি বের করার নিয়ম জেনে নিজেই অনলাইনে আইডি কার্ড বের করুন।
সরকারি, বেসরকারি ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজের জন্য ভোটার আইডি কার্ড দরকার হয়। বর্তমানে ভোটার আইডি ছাড়া অফিসিয়াল কাজ করাই যায় না।
দেখা যায় যারা, নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছে তাদের ভোটার আইডি কার্ড হাতে পেতে প্রায় বছর পার হয়ে যায়।
এজন্য আপনি ইচ্ছা করলে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি বের করে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। তাই ভোটার আইডি কার্ড অনলাইন কপি বের করার নিয়ম জানতে আজকের পোস্ট পড়ুন।
ভোটার আইডি কার্ড অনলাইন কপি বের করতে যা যা লাগবে
ভোটার আইডি কার্ড অনলাইন কপি বের করতে জাতীয় পরিচয়পত্রের নম্বর বা ফর্ম নাম্বার অথবা টোকেন নাম্বার এবং জন্ম তারিখ লাগবে।
এছাড়া স্মার্টফোন বা কম্পিউটার অথবা ল্যাপটপ ও ইন্টারনেট কানেকশন হলে এনআইডি কার্ডের অনলাইন কপি বের করা যাবে।
ভোটার আইডি কার্ড অনলাইন কপি বের করার নিয়ম ২০২৪
বর্তমানে মোবাইল দিয়েই ভোটার আইডি কার্ড অনলাইন কপি বের করা যাচ্ছে। অনলাইনে ভোটার আইডি কার্ড বের করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ১ঃ নির্বাচন কমিশন অফিসে ভিজিট
অনলাইনে ভোটার আইডি কার্ড বের করতে https://services.nidw.gov.bd/nid-pub/ এই ওয়েবসাইটে ভিজিট করুন।
তারপর, “জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর” এর ঘরে ভোটার আইডি কার্ডের নম্বর অথবা ফর্ম নম্বর দিন। ফর্ম বা টোকেন নাম্বার দিলে অবশ্যই ফর্ম বা টোকেন নাম্বারের আগে NIDFN লিখুন। উদাহরণঃ NIDFN123456789
এরপর, আবেদন ফর্মে থাকা জন্ম তারিখ অনুযায়ী “জন্ম তারিখ” ঘরটি পূরণ করুন। জন্ম তারিখ যেন ভুল না হয় সে দিকে লক্ষ্য রাখুন।
ফর্ম বা টোকেন নাম্বার ও জন্ম তারিখ দেওয়ার পর উপরের ক্যাপচা ভালোভাবে পূরণ করে “সাবমিট” বাটনে ক্লিক করে দিন।
ধাপ ২ঃ বর্তমান ও স্থায়ী ঠিকানার তথ্য দিন
এই পেজে বর্তমান ও স্থায়ী ঠিকানার তথ্য দিতে হবে। বর্তমান ঠিকানা থেকে বিভাগ, জেলা ও উপজেলা নির্বাচন করুন। ঠিক একই ভাবে, স্থায়ী ঠিকানা থেকে বিভাগ, জেলা ও উপজেলা নির্বাচন করুন। তারপর, “পরবর্তী” বাটনে ক্লিক করুন।
ধাপ ৩ঃ মোবাইল নাম্বার যাচাই
ঠিকানা যদি সঠিক থাকে তাহলে পরবর্তী পেজে একটি মোবাইল নাম্বার দেখতে পারবেন। যে মোবাইল নাম্বার দিয়ে ভোটার আবেদন করেছিলেন নিশ্চয়ই সেই মোবাইল নম্বরটি দেখতে পাচ্ছেন।
উক্ত মোবাইল নম্বরটি যদি আপনার কাছে থাকে তাহলে “বার্তা পাঠান” অপশনে ক্লিক করুন। আর যদি উক্ত মোবাইল নম্বরটি না থাকে তাহলে “মোবাইল পরিবর্তন” অপশন এ ক্লিক করে নতুন নাম্বার যুক্ত করুন।
“বার্তা পাঠান” অপশনে ক্লিক করলে উক্ত নম্বরে ৬ ডিজিটের একটি ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোড দিয়ে “বহাল” অপশনে ক্লিক করে দিন।
ধাপ ৪ঃ ফেস ভেরিফিকেশন করুন
ওটিপি সঠিকভাবে দেওয়ার পর, পরবর্তী পেজে আবেদনকারীর ফেস ভেরিফিকেশন করতে হবে। এজন্য গুগল প্লে-স্টোর থেকে NID WALLET অ্যাপস ইনস্টল করুন।
তারপর, NID WALLET অ্যাপ ওপেন করে “Start Face Scan” অপশনে ক্লিক করুন। এখন, মাথা ক্যামেরায় সামনের দিকে, ডান দিকে ও বাম দিকে ঘুরাবেন । এরপর, ভেরিফিকেশন সম্পন্ন হলে Ok বাটনে ক্লিক করুন। অতঃপর, সব ঠিকঠাক থাকলে অটোমেটিক পরবর্তী পেজ আসবে।
ধাপ ৫ঃ পাসওয়ার্ড সেট করুন
তারপর, “সেট পাসওয়ার্ড ” বাটনে ক্লিক করলে ইউজারনেম ও পাসওয়ার্ড দেয়ার অপশন পাবে।
“ইউজারনেম” এর ঘরে ইউনিক একটি ইউজারনেম দিন। এরপর, “পাসওয়ার্ড” এর ঘরে শক্তিশালী একটি পাসওয়ার্ড দিয়ে একই পাসওয়ার্ড নিচের ঘরে দিন।
ইউজারনেম ও পাসওয়ার্ড নেওয়ার পর “আপডেট” অপশনে ক্লিক করুন।
বিশেষ দ্রষ্টব্যঃ পরবর্তীতে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি বের করতে এই ইউজারনেম ও পাসওয়ার্ড লাগবে। তাই ইউজারনেম ও পাসওয়ার্ড মনে রাখবেন।
ধাপ ৬ঃ আইডি কার্ড সংগ্রহ করুন
ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে “আপডেট” বাটনে ক্লিক করলে আপনার প্রোফাইল লগইন হয়ে যাবে।
এখন, ভোটার আইডি কার্ড অনলাইন কপি সংগ্রহ করতে”ডাউন*লোড” বাটনে ক্লিক করুন।
ইতিমধ্যে আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউন*লোড হয়ে গেছে। এই অনলাইনে কপি দিয়ে সরকারি-বেসরকারি সহ যাবতীয় কাজ করতে পারবেন।
আরও দেখুন: অনলাইনে নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম.
ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২৪
বর্তমানে মোবাইল দিয়ে ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করতে পারবেন। এজন্য ভোটার আইডি কার্ডের নাম্বার ও জন্ম তারিখ লাগবে।
ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করতে https://services.nidw.gov.bd/nid-pub/ এই সাইটে ভিজিট করে উপরে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করুন।
বিশেষ করে, ১ম ধাপে , “জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর” এর ঘরে ভোটার আইডি কার্ডের নাম্বার দিবেন। আর সব পদ্ধতি একই রকম থাকবে।
টোকেন দিয়ে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম
ভোটার আবেদন করার পরে একটি ফর্ম দেওয়া হয়। সেই ফর্মে থাকা টোকেন নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করতে পারেন।
টোকেন দিয়ে ভোটার আইডি কার্ড বের করতে https://services.nidw.gov.bd/nid-pub/ এই লিংকে ক্লিক করুন। তারপর উপরে উল্লেখিত ৬টি ধাপ ভালোভাবে ফলো করুন।
শুধু প্রথম ধাপে টোকেন নাম্বার দেওয়ার আগে NIDFN দিন। তারপর সবকিছু একই থাকবে।
সারকথা
উপরোক্ত পদ্ধতি অনুসরন করে আমরা সহজেই আইডি কার্ডের অনলাইন কপি বের করতে পারি। আপনি যদি কোন সমস্যার সম্মুক্ষিণ হন তাহলে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ