বিভিন্ন সময় আমাদের পুরাতন ভোটার আইডি কার্ড চেক করার দরকার হয়। তো সঠিক নিয়ম না জানার কারণে আমরা অনেকেই পুরাতন ভোটার আইডি কার্ড চেক করতে পারিনা।
তো যারা আসলে তাদের পুরাতন ভোটার আইডি কার্ড চেক করতে চান তাদের কোন কোন পদ্ধতি ফলো করতে হবে সেই পদ্ধতি গুলো নিয়ে আজকের আর্টিকেলে বিস্তারিত বলা হবে। আর আপনি যদি উক্ত বিষয়টি জানতে চান, তাহলে নিচের আলোচিত আলোচনায় চোখ রাখুন।
পুরাতন ভোটার আইডি কার্ড চেক
বাংলাদেশের একজন নাগরিক হিসেবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আপনার পরিচয়ের একটি অপরিহার্য ডকুমেন্টস। যা কেবল ব্যক্তিগত পরিচয় প্রমাণের জন্যই নয়, বরং বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা গ্রহণের জন্যও প্রয়োজন হয়।
তাই এবার আমি আপনাকে ধাপে ধাপে সব পদ্ধতি গুলো দেখিয়ে দিবো। যা আপনাকে অনলাইনে এনআইডি কার্ড যাচাই করতে সাহায্য করবে। সেজন্য অবশ্যই আপনাকে নিচে দেখানো পদ্ধতি গুলো সঠিক ভাবে ফলো করতে হবে।
প্রয়োজনীয় জিনিসপত্র:
- ইন্টারনেট সংযোগ
- এনআইডি নম্বর
- জন্ম তারিখ
- মোবাইল নম্বর (OTP ভেরিফিকেশনের জন্য)
ধাপ ১: ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাবেন
প্রথমে, আপনার ওয়েব ব্রাউজারে https://land.gov.bd/ লিঙ্কে যাবেন। এটি হলো বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইট। আর বর্তমান সময়ে এই ওয়েবসাইট থেকে অনলাইনে আপনি আপনার পুরাতন ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন। এছাড়াও যাদের হাতে স্মার্টকার্ড আছে তারাও একই পদ্ধতিতে তাদের জাতীয় পরিচয় পত্র যাচাই করতে পারবেন।
ধাপ ২: “অনলাইন ভূমি উন্নয়ন কর” অপশনে ক্লিক করুন
তো যখন আপনি উক্ত ওয়েবসাইটের হোমপেজে প্রবেশ করবেন, তখন আপনি ঠিক উপরের পিকচারের মতো একটি ইন্টারফেস দেখতে পারবেন। যদিওবা এই পেজে অনেক গুলো অপশন থাকবে, কিন্তুু আপনাকে সেগুলোর মধ্যে, “ভূমি উন্নয়ন কর” মেনুতে ক্লিক করতে হবে। এরপর, পুনরায় আরো একটি নতুন পেজ অপেন হবে। আর উক্ত পেজের, “অনলাইন ভূমি উন্নয়ন কর” অপশনে ক্লিক করবেন।
ধাপ ৩: নাগরিক নিবন্ধন করুন
এখন আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর এখানে নতুন একাউন্ট তৈরি করার জন্য আপনাকে আপনার মোবাইল নম্বর প্রদান করতে হবে। এরপর আপনাকে একটি সহজ গাণিতিক ক্যাপচা পূরণ করতে হবে। আর যখন আপনি উপরোক্ত তথ্য গুলো সঠিক ভাবে প্রদান করবেন তারপর আপনি “পরবর্তী পদক্ষেপ” বোতামে ক্লিক করবেন।
ধাপ ৪: OTP ভেরিফিকেশন সম্পন্ন করুন
উপরের তালিকায় আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটি কোড যাবে। আর সেই প্রাপ্ত OTP কোডটি আপনাকে এই ফাঁকা বক্সে প্রদান করতে হবে। তারপর আপনাকে “যাচাই করুন” নামক বোতামে ক্লিক করতে হবে। আর উক্ত প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে নতুন একাউন্ট তৈরি করার ধাপ অনেকটাই সম্পন্ন হয়ে যাবে।
ধাপ ৫: পাসওয়ার্ড সেট করুন
এখন আপনার কাজ হলো একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করা। তাই আপনি “নতুন পাসওয়ার্ড” ও “পাসওয়ার্ড নিশ্চিত করুন”– এই দুইটি ফাঁকা বক্সে একই পাসওয়ার্ড প্রদান করবেন। আর এই কাজটি করার আপনাকে আবার “সাবমিট” বোতামে ক্লিক করতে হবে। ব্যাস! এই কাজটি করতে পারলেই আপনি সফলভাবে একটি নতুন একাউন্ট তৈরি করে নিতে পারবেন।
ধাপ ৬: নাগরিক লগইন করুন
এতক্ষন থেকে আপনি নতুন একটি একাউন্ট তৈরি করার জন্য কাজ করলেন। তো একাউন্ট তৈরি করার পর এবার আপনাকে “নাগরিক লগইন”– অপশনে ক্লিক করতে হবে। আর লগ ইন করার জন্য আপনি যে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড সেট করছেন সেগুলো সঠিকভাবে দিবেন। তার ঠিক নিচে একটি ক্যাপচা দেখতে পারবেন, সেটি আপনাকে সঠিকভাবে পূরণ করে “লগইন করুন”– নামক বাটনে ক্লিক করবেন।
ধাপ ৭: এনআইডি ভেরিফিকেশন
যখন আপনি প্রথমবার আপনার একাউন্টে লগইন করবেন তখন আপনি উপরের পিকচারের মতো একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো যারা আসলে তাদের পুরাতন ভোটার আইডি কার্ড চেক করতে চান তাদের জন্য এনআইডি ভেরিফাই করতে হবে।
আর উক্ত কাজটি সহজ ভাবে করার জন্য আপনাকে উপরের পিকচারে দেখানো বামপাশের “এনআইডি ভেরিফাই করুন” ট্যাবে যেতে হবে। তারপর উক্ত অপশনে আপনাকে আপনার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ প্রদান করতে হবে। এরপরে আপনাকে “ভেরিফাই করুন” নামক বাটনে ক্লিক করতে হবে।
ধাপ ৮: আপনার প্রোফাইল থেকে তথ্য দেখুন
এনআইডি ভেরিফিকেশন সফল হলে, আপনি আপনার প্রোফাইলে প্রবেশ করতে পারবেন। আর তখন আপনি ঠিক উপরের পিকচারের মতো একটি নতুন ইন্টারফেস দেখতে পারবেন। যেখানে বামপাশে থাকা অনেক গুলো অপশনের মধ্যে “প্রোফাইল”– নামক অপশনে ক্লিক করলে আপনার সমস্ত তথ্য দেখতে পারবেন। আর উক্ত পদ্ধতিতে আপনি খুব সহজে স্মার্টকার্ড সহো পুরাতন ভোটার আইডি কার্ড চেক করে নিতে পারবেন।
আরও দেখুন: পুরাতন জন্ম নিবন্ধন ডিজিটাল করার নিয়ম.
আপনার জন্য আমাদের কিছুকথা
আজকের আর্টিকেলে পুরাতন ভোটার আইডি কার্ড চেক ও ডাউনলোড করার পদ্ধতি গুলো ধাপে ধাপে দেখিয়ে দেওয়া হয়েছে। তবে এরপরও যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করবেন। আর নাগরিক সেবার বিভিন্ন তথ্য পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।