জাতীয় পরিচয় পত্র সংশোধনের আবেদন করার পর জাতীয় পরিচয় পত্র সংশোধন চেক করে জানতে পারবেন আবেদনের সর্বশেষ অবস্থা।
বর্তমানে অনলাইনে জাতীয় পরিচয় পত্র সংশোধন আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে। চলুন জাতীয় পরিচয় পত্র সংশোধন চেক করার নিয়ম জেনে নেই।
জাতীয় পরিচয় পত্র সংশোধন চেক করার নিয়ম ২০২৪
জাতীয় পরিচয় পত্র সংশোধন আবেদন করার কিছুদিন পরেই আবেদনের সর্বশেষ অবস্থা জানা দরকার। বর্তমানে বেশ কয়েকটি পদ্ধতিতে জাতীয় পরিচয় পত্র সংশোধন যাচাই করা যাচ্ছে।
নিচে জাতীয় পরিচয় পত্র সংশোধন চেক করার কয়েকটি নিয়ম বর্ণনা করা হলো।
- ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে জাতীয় পরিচয়পত্র সংশোধন চেক
- ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে জাতীয় পরিচয়পত্র সংশোধন চেক করতে https://ldtax.gov.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
- তারপর, “মোবাইল নম্বর” এর ঘরে আপনার একটি মোবাইল নাম্বার দিন। “যোগ করুন” এর ঘরে যোগফল দিয়ে “পরবর্তী পদক্ষেপ” বাটনে ক্লিক করে দিন।
- এরপর, আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোড দিয়ে “যাচাই করুন” বাটনে ক্লিক করুন।
- এখন, “নতুন পাসওয়ার্ড” ও “পাসওয়ার্ড নিশ্চিত করুন” এই দুই অপশনে একই পাসওয়ার্ড সেট করে “সংরক্ষণ করুন” অপশনে ক্লিক করুন।
- এবাব, “নাগরিক লগইন” অপশনে ক্লিক করে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে “লগইন” অপশনে ক্লিক করুন।
- সফলভাবে লগইন হওয়ার পরে আপনার একাউন্টের ড্যাশবোর্ড দেখতে পারবেন। ড্যাশবোর্ড থেকে “এনআইডি ভেরিফাই করুন” বাটনে ক্লিক করুন।
- এখন, দুটি ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন। ১ম ফাঁকা ঘরে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর ও ২য় ফাঁকা ঘরে জন্ম তারিখ দিন।
- এই দুটি তথ্য সঠিক দেওয়ার পর “যাচাই ও হালনাগাদ করুন” অপশনে ক্লিক করুন।
তারপর, আপনার জাতীয় পরিচয় পত্রের সকল তথ্য দেখতে পাবেন। যে তথ্যটি সংশোধনের আবেদন করেছিলেন সেই তথ্যটি সংশোধন হয়েছে কিনা তা দেখুন।
Online GD অ্যাপ দিয়ে জাতীয় পরিচয়পত্র চেক করুন
বর্তমানে মোবাইল এখন দিয়েও জাতীয় পরিচয় পত্র সংশোধন যাচাই করা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুলিশ কর্তৃক Online GD অ্যাপটি পাবলিশ হয়েছে। এই অ্যাপস ব্যবহার করে জাতীয় পরিচয় পত্রের সর্বশেষ অবস্থা জানা যাবে।
এজন্য মোবাইলের প্লে স্টোর থেকে Online GD অ্যাপটি ইন্সটল করুন। তারপর অ্যাপটি ওপেন করে “নিবন্ধন” অপশনে ক্লিক করুন।
এখন আপনি হয়তো দুটি ফাঁকা ঘর দেখতে পারছেন। “জাতীয় পরিচয় পত্রের নাম্বার” এর ঘরে ভোটার আইডি কার্ডের নম্বর দিন।
এরপর, “জন্ম তারিখ” এর ঘরে DD-MM-YYYY ফরমেটে জন্ম তারিখ-মাস-সাল দিয়ে “পরিচয়পত্র যাচাই” অপশনে ক্লিক করলে আপনার ভোটার আইডি কার্ডের সকল তথ্য দেখতে পারবেন।
বিশেষ করে আপনার নাম, বাবা-মার নাম, জন্ম তারিখ ও অন্যান্য সকল তথ্য দেখা যাবে।
SMS এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম
যাদের কাছে স্মার্টফোন নেই তারা SMS এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংশোধন যাচাই করতে পারবেন।
এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NID স্পেস NID NUMBER স্পেস DD-MM-YYYY এই ফরমেটে জন্ম তারিখ দিয়ে 105 নাম্বারে পাঠিয়ে দিন।
অতঃপর, কিছুক্ষণ অপেক্ষা করলে ফিরতি মেসেজের মাধ্যমে আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন কি অবস্থায় রয়েছে তা দেখতে পারবেন।
SMS এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম আরো বিস্তারিত দেখুন।
সর্বপ্রথম মোবাইল থেকে এসএমএস অপশনে যাবেন।
তারপর, NID লিখে স্পেস দিয়ে ভোটার আইডি কার্ডের নাম্বার টাইপ করুন।
এরপর, আবারো স্পেস দিয়ে DD-MM-YYYY ফরমেটে জন্ম তারিখ লিখুন। যেমন: NID 0987654321 08-12-1999 ।
অতঃপর, মেসেজটি 105 নাম্বারে এসএমএস করে দিন।
কিছু সময় অপেক্ষা করলে নির্বাচন কমিশন অফিস হতে ফিরতি একটি এসএমএস দেওয়া হবে। সেই মেসেজে জাতীয় পরিচয় পত্র সকল তথ্য দেখতে পাবেন।
জাতীয় পরিচয় পত্র কতবার সংশোধন করা যায় ২০২৪
জাতীয় পরিচয় পত্রে ভুল হওয়া খুব স্বাভাবিক একটা বিষয়। তবে একবার যদি জাতীয় পরিচয় পত্রে ভুল হয় তাহলে ভবিষ্যতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।
এ কারণে জাতীয় পরিচয় পত্রে যদি কোন তথ্য ভুল হয় তাহলে সাথে সাথে তার সংশোধন করতে হবে। তবে জাতীয় পরিচয় পত্র কতবার সংশোধন করা যায় এটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে।
জাতীয় পরিচয় পত্রের একটা তথ্য শুধুমাত্র একবারই সংশোধন করা যায়। জাতীয় পরিচয়পত্রের একটা তথ্য দ্বিতীয়বার আর সংশোধনের কোন সুযোগ নেই।
যেমন, আপনার নামের বানান যদি সংশোধন করতে চান তাহলে শুধুমাত্র একবারই সংশোধন করতে পারবেন। দ্বিতীয়বার নামের বানান সংশোধন করার সুযোগ থাকবে না।
তাই আপনি যখন জাতীয় পরিচয় পত্রের কোন তথ্য সংশোধন করবেন অবশ্যই ভালোভাবে যাচাই-বাছাই করে সংশোধন করার চেষ্টা করুন।
জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে কতদিন সময় লাগে?
জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত সময় লাগে। তবে অনলাইনে আবেদন করলে সংশোধন হতে খুব বেশি সময় লাগে না।
এছাড়া জাতীয় পরিচয় পত্র সংশোধন ক্যাটাগরি অনুযায়ী সময় কম-বেশি হয়ে থাকে। তবে সংশোধনের জন্য জমাকৃত কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে সংশোধন হতে খুব বেশিদিন সময় লাগে না।
আশা করি, আজকের পোস্ট থেকে কিভাবে জাতীয় পরিচয় পত্র সংশোধন যাচাই করতে হয় তা জানতে পারবেন। এছাড়া এই কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন।
1 thought on “জাতীয় পরিচয় পত্র সংশোধন চেক করার নিয়ম”